হরমোন দেহের এক ধরনের কেমিক্যাল, যা আমাদের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে সহায়তা করে। আমাদের দেহে প্রাকৃতিকভাবেই হরমোন উৎপন্ন হয়। কিছু হরমোনের পরিমাণ বার্ধক্যে কমতে থাকে কিংবা দেহে পর্যাপ্ত পরিমাণ উৎপন্ন করতে অক্ষম হয়ে পড়ে। এ হরমোনগুলো হল- উঐঊঅ, গ্রোথ হরমোন, টেসটোসটেরন ও ইস্ট্রোজেন। যৌবন কিংবা বয়স ধরে রাখার জন্য দেহের বাইরে থেকে এগুলোর প্রয়োগ কতটুকু ফলপ্রসূ অথবা এসব হরমোন আদৌ কার্যকরী কিনা তা আজও বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। যাদের হরমোনের ঘাটতি রয়েছে তাদের কিছুটা উপকার হলেও এসব হরমোনের...

